গত রবিবার সৃজলা গুহ (Srijla Guha) একটি ভিডিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। ভিডিওতে নিজের বেলি ডান্সের ঝলক দেখিয়েছিলেন তিনি। এরপরেই নেটিজেনদের একাংশ তাঁর সমালোচনা করতে শুরু করেন। অনেকেই লেখেন, এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়। তবে সৃজলা সমালোচনার উত্তর দেননি। কারণ তিনি একজন দক্ষ বেলি ডান্সার। কলকাতার কয়েকটি ডান্স স্কুলে বেলি ডান্সের ওয়ার্কশপ করান সৃজলা। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। সপ্তাহান্তে আবারও সৃজলা শেয়ার করলেন তাঁর নতুন ছবি।
ইন্সটাগ্রামে সৃজলার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে পার্পল রঙের ভেলভেট ড্রেস। ড্রেসটি বডিকন। শর্ট ড্রেসের মাধ্যমে উন্মুক্ত রয়েছে সৃজলার মসৃণ পা। ড্রেসটির স্লিভ পাফড। একটি বেতের চেয়ারে বসে সৃজলার ছবি তোলার ভঙ্গীর ফলে বোঝা যাচ্ছে না তাঁর পোশাকের সম্পূর্ণ ডিজাইন। উজ্জ্বল রঙের ড্রেসের সাথে হালকা মেকআপ করেছেন সৃজলা। কালো আইলাইনারের টান তাঁর দুই চোখকে আকর্ষক করে তুলেছে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ছোঁয়া। চুলে বেঁধেছেন পনিটেল। তবে কিছু ফ্রিঞ্জ এসে পড়েছে সৃজলার কপালের উপর। পোশাকের সাথে মানানসই জাঙ্ক ইয়ারিং পরেছেন সৃজলা। বাঁ হাতে রয়েছে হালকা গোলাপি রঙের বিডেড ব্রেসলেট। সৃজলার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের কালো বুটস।