Skip to content
সৃষ্টির উৎসব: ‘সুভাষ শিশু উদ্যান’-এ অঙ্কন প্রতিযোগিতার জমজমাট আয়োজন

সৃষ্টির উৎসব: ‘সুভাষ শিশু উদ্যান’-এ অঙ্কন প্রতিযোগিতার জমজমাট আয়োজন

Reported By Mahatab Chowdhury

কোলকাতা (১৯ জানুয়ারী '২৫): আজ সকাল থেকে বিধাননগর পৌরনিগমের অধীন কৃষ্ণপুর মিলনবাজারের 'সুভাষ শিশু উদ্যান'-এ উদযাপিত হল তৃতীয় বর্ষের 'অঙ্কন উৎসব'। কর্ম সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে মোট ৬৫০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক এবং সমাজসেবী বিকাশ নস্কর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা সাইকেল, স্মারক ও শংসাপত্র লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকারীরা পান ট্রলি ব্যাগ, স্মারক ও শংসাপত্র এবং তৃতীয় স্থান অধিকারীরা পান ব্যাকপ্যাক, স্মারক ও শংসাপত্র।

অঙ্কন উৎসবের অধ্যক্ষ অনিলকুমার দাস সংবাদমাধ্যমকে জানান, "আমরা এখানে গত চার বছরে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি, যা শিল্পের প্রতি মানুষের আগ্রহকে বাড়িয়েছে।"

প্রতিযোগিতার সময় উপস্থিত বিভিন্ন বয়সের প্রতিযোগীরা উৎসাহিত হয়ে শিল্পচর্চায় লিপ্ত হন, যা মনোরম পরিবেশ সৃষ্টি করে। এবারের উৎসব শুধু শিল্প প্রতিভা প্রকাশের মঞ্চ নয়, বরং সৃজনশীলতার উৎসব হিসেবে সকলের মনে দাগ কাটে।

অঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন সময়ে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিকাশ নস্কর, সাংবাদিক তুষার পাটোয়ারী, চিত্রকর দিবাকর চক্রবর্তী, চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ভর্গনাথ ভট্টাচার্য, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল, গীতিকার ও সঙ্গীত পরিচালক তথা বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম আর্টিস্ট কো-অর্ডিনেটর তীর্থঙ্কর (শিবু) সোম প্রমুখ ব্যক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!