ঘর রেখে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ICDS সেন্টারের রান্না ও বাচ্চা দের বসানোয় বিক্ষোভ অভিভাবকদের জলঙ্গিতে
সেন্টারে ছাগল বাধা আর বাচ্চারা খোলা আকাশের নিচে বসে।
একবার ভাবুনতো তাহলে যে ঘরে বসে বাচ্চাদের পড়াশোনা করার কথা সেখানে ছাগল বাধা ।সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে তার মধ্য খোলা আকাশের নিচ্ছে চললে সেন্টার।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের খয়রামারি অঞ্চলের হালদার পাড়া বিলের ধার 319 নং ICDS সেন্টারে।
অভিভাবকদের অভিযোগ icds সেন্টার থাকার পরেও কেনো খোলা আকাশের নিচে মিড ডে মিলের রান্না হচ্ছে।সেই অভিযোগে
সেন্টার ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
যদিও ঘটনায় সেন্টারের দিদিমণি বলেন গত 11বছর ধরে এই ভাবেই খোলা আকাশের নিচে সেন্টার চালাচ্ছি যদিও একাধিকবার জলঙ্গী বিডিও অফিসে জানানো হলেও কোনো সুরাহা হয়নি।যে বিল্ডিং সরকার তৈরি করেছে সেখানে রাস্তার সমস্যার জন্য সেই সেন্টারের বিল্ডিংয়ে পড়াশোনা করানো হয় না।ঘটনার দূর সমাধানের আবেদন জানান এলকাবাসিরা।