সেফ ড্রাইভ, সেভ ড্রাইভ লাইফ উৎযাপন হল মুর্শিদাবাদের ডোমকলে।
আজ বুধবার সকাল সাড়ে আটটার সময় এসডিও মোড় থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর শুভ সূচনা করেন ডোমকল এসডিও রাজীব কুমার মন্ডল ও ডোমকল মহকুমা আরক্ষা আধীকারীক ফারুক মোহাম্মদ চৌধুরী
উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী শাওনী সিংহ রায় ডোমকল এর বিধায়ক জাফিকুল ইসলাম ও জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী সহ সকল আধিকারিক গন
শুভ সূচনার অংশ হিসেবে পঁচিশটি বাইকের একটি মিছিল ডোমকল থেকে বহরমপুর যাবে।