Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ
করনদিঘী, উত্তর দিনাজপুর: সেফ ড্রাইভ, সেভ লাইফ—এই বার্তা মাথায় রেখে করণদিঘীর দোমোহনায় গতকাল এক হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগটি করণদিঘী থানার ট্রাফিক বিভাগ এবং নিউ আল-ইসলাহ ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়।প্রতিবেদক সূত্রে জানা যায়, স্থানীয় যুবকরা পথচারীদের হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা প্রচার করেন। তাদের উদ্দেশ্য ছিল জনসাধারণকে বোঝানো যে, ‘হেলমেট পুলিশের ভয়ে নয়, নিজের প্রাণের সুরক্ষার জন্য’ পরিধান করা উচিত। ফাউন্ডেশনের সদস্যরা জানান, তারা চান সকলেই নিরাপদে বাড়ি ফিরুক এবং এই উদ্যোগের মাধ্যমে সমাজে সচেতনতার আলো ছড়িয়ে দিতে পেরেছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী থানার ট্রাফিক অফিসার সামিম ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সভাপতি মানসুর আলাম, সম্পাদক আব্দুল মূগনি, সদস্য আব্দুল ওদুদসহ আরও অনেকে।এটি শুধুমাত্র হেলমেট বিতরণ নয়, বরং একটি সামাজিক সচেতনতামূলক উদ্যোগ যা স্থানীয় যুবকদের উদ্দীপনা এবং কমিউনিটির সচেতনতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে।