Skip to content
“সোনম কাপুর” ভাইরাল গোপনাঙ্গ দেখিয়ে !

“সোনম কাপুর” ভাইরাল গোপনাঙ্গ দেখিয়ে !

Reported By:- Subham Roy

সোনম কাপুর (Sonam Kapoor)-কে মা হওয়ার পর আর অভিনয়ে দেখা যাচ্ছে না। তবে আনন্দ আহুজা (Anand Ahuja)-র সাথে বিয়ের পর থেকেই যথেষ্ট কম কাজ করছিলেন সোনম। কারণ অধিকাংশ সময় তাঁর শিল্পপতি স্বামী আনন্দের সাথে লন্ডনেই থাকছেন তিনি। তবে সোনম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। লকডাউনের আগে থেকেই সোনম তাঁর জীবনের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে শেয়ার করে নেন। এছাড়াও তাঁর নজরকাড়া ফ্যাশনের কারণে সোনম পাপারাৎজিদের প্রথম পছন্দ। ফলে আবারও নতুন করে তাঁর একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়া ব্রেক করেছে। ভিডিওটি সম্ভবতঃ আগের। একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সোনম। ভিডিওটি সেখানেই তোলা হয়। সোনমের পরনে ছিল সাদা রঙের ডিপ নেক পোশাক। পোশাকের উর্ধ্বাংশে রয়েছে সাদা রঙের ডিপ নেক টপ। টপের নিচের অংশ লম্বা ঝুলের। এটি ট্রান্সপারেন্ট। ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে সোনমের ক্লিভেজ। নিম্নাংশে রয়েছে সাদা রঙের স্কার্ট। স্কার্টটি অর্গ্যাঞ্জা কাপড়ের তৈরি। স্কার্ট ও টপ জুড়ে রয়েছে রূপোলি জরির স্ট্রাইপ। এই পোশাকের উপরে রয়েছে একটি হাই নেক ভেলভেট শ্রাগ। ভেলভেট শ্রাগ জুড়ে রয়েছে মিরর ওয়ার্ক ও মেটালিক সিলভার সুতোর এমব্রয়ডারি। শ্রাগটি দুই কাঁধের উপর আলগোছে ফেলে রেখেছেন সোনম। উজ্জ্বল মেকআপ করলেও চোখে বজায় রয়েছে স্মোকি আই লুক। সোনম ঠোঁটে ব্যবহার করেছেন ন্যুড শেডের লিপস্টিক। চুলে বান বেঁধেছেন তিনি। কানে পরেছেন স্টোন স্টাডেড অক্সিডাইজড ইয়ারকাফ। হাতে রয়েছে অনেকগুলি অক্সিডাইজড বালা ও আংটি। হাতের আঙুলে সোনম পরেছেন কালো রঙের নেলপালিশ।

Leave a Reply

error: Content is protected !!