সোনারপুরে ডেঙ্গু সচেতনতা শিবির

সোনারপুরে ডেঙ্গু সচেতনতা শিবির

Reported By : Manoj Das ২১ শে নভেম্বর, সোমবার, পূর্ব রেলওয়ে মেনস কংগ্রেসের উদ্যোগে সোনারপুরে অনুষ্ঠিত হয় ডেঙ্গু সচেতনতা শিবির। রাজ‍্যে ক্রমাগত ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। এবার পূর্ব রেলের সোনারপুর এলাকার রেল কলোনিতে এক ডেঙ্গু সচেতনতা শিবিরের আয়োজন করে পূর্ব রেলওয়ে মেনস কংগ্রেস বজবজ শাখা।

এদিন ওই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সন্দীপ নস্কর মহাশয়। মূলত তার এবং মেনস কংগ্রেস ইউনিয়নের নেতা তপন দাসের উদ্যোগে আজ সোনারপুর রেল কলোনির বিস্তীর্ণ অঞ্চলে ডেঙ্গু রোধে ব্লিচিং পাউডার ও স্প্রে করা হয়। এদিন সন্দীপ নস্কর এবং তপন দাস রেলকলোনি এলাকায় নিজে হাতে মশা মারার স্প্রে করেন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন।

পৌরপিতা সন্দীপ বাবু জানান, ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়ার কোন কারণ নেই। পৌরসভার নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চললে আর কোনো ভয় নেই। তার ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও জানান তিনি। এদিন পূর্বরেলের মেনস কংগ্রেসের নেতা তপন দাস জানান, মানুষকে সচেতন করতে তাদের এমন উদ্যোগ।

Leave a Reply

error: Content is protected !!