সোনারপুরে নৈশালোকে আয়োজিত হল রক্তদান  শিবির

সোনারপুরে নৈশালোকে আয়োজিত হল রক্তদান শিবির

Reported By:-  News Desk

সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরে স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস‍্যা দীপ্তি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেবি নস্কর, পাশ্ববর্তী ২১নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার, ঐ ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায়, ও সোনারপুর টাউন আইএনটিটিইউসি সভাপতি হেমন্ত বসু প্রমুখ। এদিন এই শিবিরের উদ্যোগতা সুমন হালদার জানালেন মূলত গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে মথুরাপুর পশ্চিম তৃণমূল যুব কংগ্রেসের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তিনি আরো বলেন এই শিবিরে আজ একশো জন রক্তদাতা রক্তদান করেন তাদের প্রত‍্যেকে উদ্যোগতাদের তরফে চারা গাছ প্রদান করে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হবে। শিবির থেকে সঞ্চিত রক্ত পিপিলস্ ব্লাড ব‍্যাঙ্কে জমা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ সুমনবাবু এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!