গত ১৩ই ডিসেম্বর, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পর পর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির সাথে জড়িত থাকার সন্দেহে সাগরপাড়া থানার পুলিশ তিন দিন আগে নবীনগ্রামের বাসিন্দা মকসেদ মন্ডলকে গ্রেফতার করে।
গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাগরপাড়া অঞ্চলের রক্সি মোড়ে স্থানীয় গ্রামবাসী ও মকসেদের পরিবারের সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন, "মকসেদ চুরির ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই এবং তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।"
বিক্ষোভের কারণে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে যাত্রীবাহী বাস, লরি ও ছোট গাড়ি আটকে যায়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মারাত্মক দুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের উদ্যোগ সফল হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্থানীয় জনগণের মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে, যা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে।