Skip to content
সোমবার সকালে বহরমপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন অধীর রঞ্জন চৌধুরী

সোমবার সকালে বহরমপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন অধীর রঞ্জন চৌধুরী

Reported By:- Binoy Roy

আগামী দিন অর্থাৎ ৭ই মে তৃতীয় দফায় নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে। পাশাপাশি বহরমপুর কেন্দ্রের নির্বাচন রয়েছে ১৩ই মে। তার আগে আজ সোমবার সকালে বহরমপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকালে শহরের মধুপুর এলাকা থেকে একটি রোড শো করেন তিনি। কখনও পায়ে হেঁটে, তো কখনও হুড খোলা গাড়িতে করে এদিন জনসংযোগ সারেন অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ তার এই রোড শো-এ জনসাধারণের উন্মাদনা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন এই রোড শো থেকে জনসাধারণের মধ্যে চকলেট ছড়িয়ে, করজোড়ে ভোট প্রার্থনা করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের ৫ বারের বিজয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকালের এই কর্মসূচি ছাড়াও বিকেলে বহরমপুরের সাটুই-এ রোড শো ও জনসভা করার কথা রয়েছে তার। পাশাপাশি এদিন রাতে বহরমপুর শহরেও একটি জনসভা করবেন তিনি বলে জানানো হয়েছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে।

Leave a Reply

error: Content is protected !!