সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেশমা খাতুনের চাকরীর ওএমআর সিট – G Tv { Go Fast Go Together)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেশমা খাতুনের চাকরীর ওএমআর সিট

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেশমা খাতুনের চাকরীর ওএমআর সিট

Reported By:- NEWS DESK

ভাইরাল হল ওএমআর সিট, চাকরী প্রার্থী জানান দূর্নীতি নয় সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরী পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগবানগোলা ব্লক ১-র পি.ডাব্লু.ডি. মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ওএমআর সিট। ভাইরাল হওয়া ওএমআর সিটে দেখা যায় সাদা কালি দিয়ে ভুল দেওয়া উত্তরগুলো গোল করে কালো কালি দিয়ে সঠিক উত্তরগুলো দাগ দেওয়া রয়েছে। বর্তমানে রেশমা খাতুন ফারাক্কার অর্জুনপুর হাইস্কুলের শিক্ষিকা। ওনার বক্তব্য, পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগছিল, নার্ভাস হয়ে গিয়ে সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুলটাই গোল করে দিয়েছিল। সে কারনে আর একটা ওএমআর সিট পরীক্ষকের কাছে চাইলে তিনি জানান সেটি নিয়ম বহির্ভূত। সে কারনে পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষার্থীদের পরামর্শে তিনি সাদা কালী ব্যবহার করে ভুল মার্ক করা উত্তরগুলোর উপর সাদা কালি দিয়ে সঠিকটি চিহ্নিত করেন। কোনো দূর্নীতি করে চাকরী পাননি তিনি। ২০১৬ র প্যানেলে পরীক্ষা দিয়ে ২০২৩ সালে চাকরী পান তিনি।২০১৬ সালের প্যানেলে পরীক্ষা দিয় আমি । তার নাম ওয়েটিং লিস্টে ছিল । ২০২২ সালের ৩০ শে ডিসেম্বরের নোটিশে ডাক পায় এবং ২০২৩ সালের জানুয়ারি মাসে চাকরিতে যোগ দেয় সে। বিষয়টি আসলে কি তা যদিও এখনও সামনে আসেনি৷ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার ওএমআর সিট।

এ বিষয়ে ভগবানগোলা ব্লক ১-র সিপিএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটি মেয়ের ওএমআর সিট ভাইরাল হয়েছে। যেখানে সাদা কালি ব্যবহারে উত্তর পত্রে ভুল টা মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই মেয়ে বর্তমানে চাকরি করছে ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে । তিনি আরো বলেন ভগবানগোলার ছোট-বড় বিভিন্ন নেতার আত্মীয়-স্বজনরা দুর্নীতি করে চাকরি করছে। দুর্নীতিভাবে চাকরি পাওয়া সকল শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। যারা প্রকৃত চাকরী পাওয়ার অধিকারী তারাই পাক।

Leave a Reply

Translate »
Call Now Button