গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম বর্ণ মন্ডল। ওই যুবকের বাড়ি জানা গিয়েছে সিউড়ি থানার অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের পতণ্ডা গ্রামে। জানা গেছে গতকাল অর্থাৎ বুধবার ওই যুবক সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেন। এরপর এই তৃণমূলের তরফ থেকে সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। ওই যুবক কোন রাজনৈতিক দল অথবা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
