“সোহিনী” কাঁথা স্টিচের পোশাকে শরীর ঢাকলেন !

Reported By:-Subham Roy

সোহিনী সরকার মানেই নতুন ফ্যাশন। নব রূপে তিনি মাঝে মধ্যেই তার অনুরাগীদের কাছে হাজির হন। সম্প্রতি সোহিনীর একটি অসাধারণ ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সাদা বুক চেরা পোশাকে শুয়ে রয়েছেন, তিনি আর মাঝখান দিয়ে উঁকি মারছে গোলাপি রং এর অন্তর্বাস তার মাঝেও কিন্তু সুন্দর শাড়ি। শাড়ি পরেও তাকে ঠিক যতখানি মোহময়ী লাগে, এমন খোলামেলা পোশাকেও তাকে ঠিক ততটাই অসাধারণ সুন্দর এবং লাস্যময়ী, মোহময়ী দেখাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

error: Content is protected !!