Skip to content
“সোহিনী” ফের কটাক্ষের শিকার !

“সোহিনী” ফের কটাক্ষের শিকার !

Reported By:- Subham Roy

সোহিনী সরকার (Sohini Sarkar) ইদানিং দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিগত কারণের জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরেই তিনি রণজয় বিষ্ণু (Ranojoy Vishnu)-র সাথে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর মাঝেই তাঁদের সম্পর্কে চিড় ধরার কথা শোনা গিয়েছিল। সোহিনী এই বিষয়ে মুখ না খুললেও রণজয় তা নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। সোহিনীকে অবশ্য একাই পাহাড়ে বেড়াতে যেতে দেখা গিয়েছিল। কিন্তু আবারও তাঁদের সম্পর্ক জোড়া লেগেছে। ফলে সোহিনীর সাথে রণজয়কে বিভিন্ন ইভেন্টে একসাথে দেখা যাচ্ছে। সোহানী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। সম্প্রতি তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন। সোহিনীর ছবির কমেন্ট বক্সে তাঁর অনুরাগীদের একাংশ ছবিটির প্রশংসা করার পরিবর্তে তাঁর কাছে কফি শপের নাম জানতে চেয়েছেন। অনেকে সোহিনীর খোলামেলা পোশাক নিয়ে অশ্লীল কটাক্ষ করেছেন। অনেকে তাঁর হাসি নিয়ে কটাক্ষ করে লিখেছেন, সোহিনীর টুথপেস্টে কি নুন আছে! অনেকেই লিখেছেন, সোহিনীকে শাড়ি পরে বেশি সুন্দর লাগে।

Leave a Reply

error: Content is protected !!