Reported By:- News Desk
সোহিনী সরকার (Sohini Sarkar) বর্তমানে ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকাদের মধ্যে অন্যতম। অভিনয় তো বটেই, এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের জন্য চর্চিত হচ্ছেন সোহিনী। গায়ক শোভন গাঙ্গুলী (Shovan Ganguly)-র সাথে শিমুলতলায় বেড়াতে গিয়েছেন তিনি। তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করে শোভন ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করলেও পরমুহূর্তেই তা ডিলিট করে দিয়েছেন। তবে ততক্ষণে তাঁদের সম্পর্কের কথা ছড়িয়ে পড়েছে স্টুডিওপাড়ায়। তা থেকে সকলের নজর অন্যদিকে ঘোরাতে একই দিনে সোহিনী শেয়ার করেছেন তাঁর নিজের ছবি। ছবিতে সোহিনীকে দেখা যাচ্ছে নদীর জলে শরীর ডুবিয়ে বসে থাকতে। সোহিনীর পরনে রয়েছে কালো রঙের শাড়ি ও একই রঙের অন্তর্বাস। চোখ বন্ধ করে জলের মধ্যে বসে রয়েছেন তিনি। ভেজা চুল এসে পড়েছে পিঠের উপর। ঠোঁট রাঙানো গোলাপি রঙের লিপবামে। মেকআপ করেননি সোহিনী। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, তাকে
Medici Generici servizio di assistenza medica a domicilio Roma
Il nostro team fornisce un servizio di assistenza sanitaria domiciliare, garantendo professionalità e comfort per i pazienti a Roma.
খুব কাছে যেই পাই। ক্যাপশনের সাথে জুড়েছেন ঝরা পাতার ইমোজি। অনুরাগীদের একাংশ সোহিনীর ছবির প্রশংসা করলেও অনেকে তাঁকে কটাক্ষ করে লিখেছেন, এক গলা প্রেমে ডুবে আছেন অভিনেত্রী। সোহিনী অবশ্য কোনো ধরনের সমালোচনার উত্তর দেননি।