Skip to content
“সৌমিতৃষা” লাল ড্রেসে হট অবতারে ভাইরাল !

“সৌমিতৃষা” লাল ড্রেসে হট অবতারে ভাইরাল !

Reported By:- Subham Roy

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) লাগাতার আড়াই বছর বেঁচেছেন ‘মিঠাই’ হয়ে। জি বাংলার এই ধারাবাহিক তাঁকে দিয়েছিল সর্বাধিক জনপ্রিয়তা। এই সময় একাধিক ফিল্মের প্রস্তাব তাঁর কাছে এলেও গ্রহণ করেননি সৌমিতৃষা। ‘মিঠাই’-কে প্রাধান্য দিয়েছিলেন তিনি। অফ এয়ার হওয়ার কয়েক মাসের মধ্যেই পুনঃসম্প্রচার শুরু হয়েছে ‘মিঠাই’-এর। অপরদিকে সৌমিতৃষা বড় পর্দায় ডেবিউ করেছেন। অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury)-র প্রযোজনায় তৈরি ফিল্ম ‘প্রধান’-এ দেব (Dev)-এর বিপরীতে দেখা যাবে তাঁকে। ফিল্মটি পরিচালনা করছেন অভিজিৎ সেন (Abhijit Sen)। সোশ্যাল মিডিয়াতেও সৌমিতৃষার অনুরাগীর সংখ্যা কম নয়।

সম্প্রতি একটি ভার্চুয়াল পেজ থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে সৌমিতৃষার কিছু ছবি। ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের বডিকন ড্রেস। ড্রেসটি স্লিভলেস। ড্রেসের নেকলাইনে রয়েছে প্লিটের ডিটেলিং। ড্রেসে কোনো কারুকার্য নেই। উজ্জ্বল লাল রঙের ড্রেসের সাথে সৌমিতৃষার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। মেটালিক সিলভার শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে সৌমিতৃষার দুই চোখে। চোখের কোল ভরেছে কালো কাজলে। ঠোঁট রাঙানো উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে কার্ল। দুই কানে রয়েছে মানানসই স্টোন স্টাডেড সিলভার ইয়ারিং। বাঁ হাতে রয়েছে মেটালিক ব্যান্ডের রিস্টওয়াচ।

Leave a Reply

error: Content is protected !!