Reported By : Binay Roy
৫ই নভেম্বর, রবিবার, নবগ্রামে স্কুলের আমড়া গাছ কাটার সময় দুর্ঘটনা । স্কুলের প্রাচীর ভেঙে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে। মুর্শিদাবাদের নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয় একটি গাছ কাটতে গিয়ে হয় বিপত্তি। জানা যায় গাছ কাটার সময় ডাল পরে স্কুলের পাচিরে ফলে প্রাচীর ভেঙে পরে দুই মহিলার উপরে পূর্ণিমা পাল, অমিতা মার্জিত দুজনকে তৈরি করি স্থানীয়রা উদ্ধার করে এবং নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয় কর্মরত ডাক্তাররা অমিতা মার্জিতকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতরভাবে আহত হয় পূর্ণিমা পাল কে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজের মরগে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।