রবিবার সাতসকালে জানা যায় বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি চন্দ্রগতি স্কুলে মিড ডে মিলের আসবাবপত্র চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। উল্লেখযোগ্য ভাবে এই ঘটনার তদন্তে নেমে সিউড়ি থানার পুলিশ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই দু'জন দুষ্কৃতী কে এই ঘটনায় গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া মিড ডে মিলের আসবাবপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।