স্কুলে মিড ডে মিলের সামগ্রী চুরি

স্কুলে মিড ডে মিলের সামগ্রী চুরি

Reported By:-দিব্যেন্দু গোস্বামী

খোদ সিউড়ি শহরে স্কুলে মিড ডে মিলের সামগ্রী চুরি খোদ সিউড়ি শহরে থাকা সিউড়ি চন্দ্রগতি স্কুলে মিড-ডে-মিল সামগ্রী চুরির অভিযোগ উঠলো। জানা গিয়েছে এদিন মাঝরাতে দুষ্কৃতীরা ওই স্কুলের মিড ডে মিলের সামগ্রী রাখা থাকে সেই রুমে তালা ভেঙে হানা দেয়। রান্নার গ্যাস সিলিন্ডার সহ বাসনপত্র তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এই ঘটনায় আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে চোরেদের আটকানোর চেষ্টা করেন ওই স্কুলের নাইট গার্ড। স্কুলের নাইট গার্ড চলে আসায় চোরেরা এলাকা থেকে চম্পট দেয় এবং বেশ কিছু রান্নার সামগ্রী নিয়ে পালায়। তবে নাইট গার্ডের তৎপরতায় গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি হওয়া থেকে বেঁচে গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ রবিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে খোদ সিউড়ি শহরের মধ্যে থাকা স্কুলে এমন চুরির ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মধ্যে।

Leave a Reply

error: Content is protected !!