Reported By : Masud Rana
২৭ শে আগস্ট, রবিবার, মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর ভিটাপাড়া এলাকায় স্কুলে স্কলারশিপ পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর ভিটাপাড়া এলাকায়। জানা গেছে , এক বেসরকারি স্কুল শিক্ষক কলারশিপ বৃত্তি পরীক্ষার নামে প্রায় ৩০ জন ছাত্রীর সোনার অলংকার খুলে নিয়ে চম্পট দেয়। এমনটাই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য জলঙ্গির ফরিদপুর অঞ্চলের ভিটেপারায়। ঘটনার খবর জানা জানি হতেই স্থানীয় মানুষজনেরা পরিবারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জলঙ্গি থানার পুলিশ। ঘটনায় ঐ শিক্ষকের পরিবারের সদস্যদের আটক করেন জলঙ্গি থানার পুলিশ বলে স্থানীয় সূত্রের খবর।