স্কুল ছাত্রের হাতে পিস্তল

স্কুল ছাত্রের হাতে পিস্তল

Reported By : Masud Rana

৬ ই ডিসেম্বর, মঙ্গলবার, স্কুল ড্রেস পরে ও কাঁধে ব্যাগ নিয়ে ফিল্মি কায়দায় হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে পোজ এক ছাত্রের। মুহূর্তেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার পিস্তল হাতে স্কুল রুমের ভেতরে ছবি ভাইরাল হতেই রীতিমতো বিতর্ক ছড়ায়। প্রোফাইল লক করা ‘রিক রায়’ নামে প্রোফাইল থেকে ছাড়া হয়েছে ওই ছবি। প্রোফাইলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ছাত্র লিখা থাকলেও স্কুল কর্তৃপক্ষ তা কার্যত অস্বীকার করেছেন। স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান জানান, এখনও পর্যন্ত রিক রয় নামে কোনো ছাত্র স্কুলে রয়েছে বলে আমাদের রেকর্ডে নাই। স্কুলের বিল্ডিং’এর ছবির সঙ্গেও সামঞ্জস্য নয় এই ছবি। তার আরো সংযোজন, এটা একধরনের খেলনা পিস্তল। এদিকে স্কুল কর্তৃপক্ষ অস্বীকার করলেও ধূলিয়ানের ঠিকানা লিখা ওই ছবি ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!