Skip to content
স্কুল ফান্ডের বিপুল পরিমাণ টাকা তছরুপের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

স্কুল ফান্ডের বিপুল পরিমাণ টাকা তছরুপের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

 

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতি মধ্যে বহরমপুর থানায় এফআইআর করা হয়েছে। অভিযোগের পর থেকে প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। সোমবার বহরমপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ স্কুলের সহ শিক্ষকগন ও স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারীরা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গত কয়েক বছরে স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী স্কুল ফান্ডের প্রায় ৩৩ লক্ষ টাকা তছরুপ করেছেন। যার কোন হিসাব প্রধান শিক্ষক দিতে পারেননি। এর ফলে স্কুলের সহ শিক্ষকগণ ও স্কুল পরিচালন কমিটির সদস্যরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ২৫ শে ফেব্রুয়ারী ২০২১ সালে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি অভিযোগ করা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে। ঘটনার পরিপেক্ষিতে বিদ্যালয় পরিদর্শক তদন্ত কমিটি গঠন করে তার তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের সহ শিক্ষকগন ও বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বহরমপুর থানার পুলিশ অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রধান শিক্ষকে গ্রেপ্তার করুক।

Leave a Reply

error: Content is protected !!