বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বীরভূম জেলা শাসক বিধানচন্দ্র রায় সোমবার বীরভূমের তিন জন পড়ুয়া ও তাদের অভিভাবকদের হাতে তুলে দিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বীরভূম জেলার শাসক জানিয়েছেন জেলায় এখনো পর্যন্ত দুই হাজারের বেশি পড়ুয়ারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই স্টুডেন্ট কার্ডের জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকেই আজ আমরা তিনজনকে এই কার্ড তুলে দিলাম। এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা তাদের উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পাবেন সম্পূর্ণ স্বল্প সুদে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক ছাড়াও বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।