Skip to content
স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না

Reported by : Masud Rana ৩০ শে নভেম্বর, বুধবার, মুর্শিদাবাদের রানীনগর থানার বিলচাত্রা এলাকায় রানীনগরের বিলচাত্রা এলাকায় স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল এক মহিলা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানগোলা ব্লকের রানীতলা থানার বেনীপুর এলাকার রহিমা বিবির সঙ্গে রানীনগর থানার বিলচাত্রা এলাকার সিরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানা যায়, রহিমা বিবির পাঁচ বছর আগে বিয়েও হয়েছিল, তাদের সন্তানও রয়েছে। তারপর আড়াই বছর আগে বিলচাত্রা এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর সিরাজুল ইসলাম তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় একাধিকবার। তারপর সিরাজুল ইসলামের সঙ্গে অন্য মেয়ের বিয়ে ঠিক হয়। আজকে বুধবার সিরাজুল ইসলামের বিয়ের দিন ছিল। সেই বিয়ের কথা শুনেই রহিমা বিবি সিরাজুল ইসলামের বাড়ির সামনে ধর্নায় বসে। রহিমা বিবি জানান,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিরাজুল ইসলাম তাকে একাধিকবার সহবাস করেন। তারপর এখন বিয়ে করতে অস্বীকার করছে। সিরাজুল ইসলামের সঙ্গে সংসার করার জন্যই রহিমা বিবি ধর্নায় বসেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!