Skip to content
স্ত্রীর সাথে মোবাইলে ঝামেলা করে অভিমানে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক শ্রমিক

স্ত্রীর সাথে মোবাইলে ঝামেলা করে অভিমানে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক শ্রমিক

Reported By : Masud Rana
১৯ শে জুন, সোমবার, টাকার জন্য চাপ। সেই কারনেই ভিন লাজ্য কেরলে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের লষ্করপুর জোলপাড়ার সেলিম মন্ডল। কিন্তু কাজ আর হলো কি । স্ত্রীর সাথে মোবাইলে ঝামেলা করে অভিমানে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ঐ শ্রমিক। মৃতের নাম সেলিম মন্ডল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের এরনাকুলাম জেলার মুভাত্থুফুজার আরোলি সোসাইটিপাড়ি এলাকায়। ঐ খবর গ্রামের বাড়ি পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। জানা গেছে, নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া এলাকার নার্গিস খাতুনের সাথে ১১ মাস আগে বিবাহ হয় ডোমকলের লষ্করপুর এলাকার সেলিমের সাথে। বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিত সেলিমের স্ত্রী বলে অভিযোগ। শুধু তাইই নয়, গৃহবধূ নার্গিসের মা ও সেলিমের কাছে টাকার আবদার করে বসত। তাছাড়াও বিয়ের পর থেকে নানান ধরনের অশান্তি লাগিয়ে রাখতো বলে অভিযোগ। ঐ অশান্তির কারনে বিয়ের মাস খানেক পর তার বাবার বাড়িতেই থাকতে শুরু করে নার্গিস। সেই কারনে মাস খানেক আগে কলকাতায় রাজমিস্ত্রির কাজে যায় সেলিম। সেখান থেকে ১৮ দিন আগে কেরলে যায়। শনিবার বিকেলে হঠাৎ মোবাইলে তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে তর্ক বিতর্ক হয়। অভিমানে ঘরে ফ্যানের সাথে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঐ শ্রমিক যুবক। ঘটনার খবর গ্রামের বাড়ি পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন। তবে শ্রমিকের মৃত্যুর জন্য তার স্ত্রীকেই দায়ি করেছেন মৃতের বোন। শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!