Reported By : Binay Roy
২৯ শে মার্চ , বুধবার , মুর্শিদাবাদের ইসলামপুর থানার সিতানগর গ্রামে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। ওই মৃত ব্যক্তির নাম বাবু শেখ (৪৫) । ঘাতক মহিলার নাম মার্জিনা বিবি। তার দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করতো তার স্বামী, সে অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার রাত্রে নটা নাগাদ তার স্বামীকে চারটি ঘুমের ট্যাবলেট খাবারের সঙ্গে খাইয়ে দেয়। তারপর তার স্বামী অচেতন হয়ে গেলে তাকে শ্বাসরোধ করে সে নিজে হাতে খুন করে। আর তিনি সেই স্বীকারোক্তি দিলেন আমাদের ক্যামেরার সামনে।