Reported By : Masud Rana
২৪ শে নভেম্বর, বৃহস্পতিবার, ডোমকল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হারুর পাড়া গ্রামে পুলিশের তৎপরতায় স্বামীর বাড়ি পেল এক গৃহবধূ। জানা যায়, হারুর পাড়া গ্রামে ৩০ বছর আগে বিয়ে হয় নুর ইসলামের সঙ্গে টিকোরবাড়িয়া গ্রামের মনোয়ারা বিবির। সংসারে ছিল এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরবাড়ি। অপরদিকে ছেলেরও বিয়ে হয় গেছে। কিন্তু পথদুর্ঘটনায় মৃত্যু হয় ছেলের। ছেলে মারা যাওয়ার পর অর্থ সম্পদের বণ্টনের ক্ষেত্রে হঠাৎ নুর ইসলাম দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এমনকি বাড়ি থেকে বের করে দেয় গৃহবধূ মনোয়ারা বিবিকে। তারপরেই তিনি দ্বারস্থ হন স্থানীয় প্রাক্তন কাউন্সিলার নুরাবুল হকের। সেই মতো ডোমকল থানায় ফোন করে ঐ প্রাক্তন কাউন্সিলার। কিন্তু ততক্ষণে বাড়িতে তালা মেরে চম্পট দেয় নুর ইসলাম। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির তালা ভেঙ্গে গৃহবধূ মনোয়ারা বিবিকে তার স্বামীর বাড়িতে তুলে দেয়। আর এই ঘটনায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।