Reported By : অভিজিৎ হাজরা
১৬ ই আগস্ট, বুধবার, আগষ্ট মাস স্বাধীনতার মাস। গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতার সিরাজ বাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতা মাসে শ্রদ্ধা নিবেদন করল আমতা এবং বাগনান এলাকার স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দের প্রতিকৃতি সজ্জিত করে পুষ্পস্তবক অর্পণ করল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা।