কলকাতাঃ রাজ্যের কলেজগুলিতে দীর্ঘদিন ধরে কর্মরত গেস্ট ও পার্টটাইম শিক্ষকদের একত্রিত হয়ে “পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষককর্মী মঞ্চ” নামক সংগঠনটি স্থায়ীকরণের জন্য আন্দোলন শুরু করেছে। আজ, ২৯ জুলাই, বিকাশ ভবনে শিক্ষা অধিদপ্তরের দপ্তরে তারা একটি স্মারকলিপি জমা দেয়। সংগঠনের অভিযোগ, বছরের পর বছর ধরে শিক্ষকের দায়িত্ব পালন করলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। সরকারি নীতির অভাবে বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ১০, ১৫, এমনকি ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের ন্যায্য স্বীকৃতি ও বেতন কাঠামো চেয়ে ১২ দফা দাবি জানিয়ে দিয়েছে।মঞ্চের রাজ্য সভাপতি মেহেবুর ইলাহি আলী বলেন, “আমরা শুধু ন্যায্য অধিকার চাই। এই শিক্ষকরা উচ্চশিক্ষার মেরুদণ্ড, অথচ সরকার তাঁদের অবহেলা করছে।”স্মারকলিপিতে প্রশিক্ষক, ক্লার্ক, গ্রুপ-ডি, ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ অন্যান্য পদেও স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে। শিক্ষকদের এ আন্দোলনটি রাজ্যজুড়ে সমর্থন পাচ্ছে এবং তারা আশা করছেন যে সরকারের কাছে তাদের দাবি বিবেচিত হবে।
