স্নান করতে এসে জলে তলিয়ে মৃত্যু দুবরাজপুরের ঘোঘা গ্রামে

স্নান করতে এসে জলে তলিয়ে মৃত্যু দুবরাজপুরের ঘোঘা গ্রামে

বীরভূম জেলার দুবরাজপুর থানার ঘোঘা গ্রামের বাসিন্দা ফাগু মার্ডি কুলতোড় সংলগ্ন একটি ক্যানেলে গতকাল দুপুরে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে যান। স্থানীয় মানুষজন তাঁর খোঁজ শুরু করেন এবং তাঁর বাড়ীর লোকজনদের খবর দেওয়া হয়। পাশাপাশি দুবরাজপুর থানায় খবর দেওয়া হয়। উল্লেখ্য, ফাগু মাড্ডি ইরিগেশন বিভাগের কর্মী ছিলেন এবং যেখানে তাঁর মৃত্যু হয়েছে সেখানেই তাঁর গতকাল ডিউটি ছিল। মৃতের পুত্র পেশায় দুবরাজপুর থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিত মাড্ডি জানান, গতকাল দুপুরে আমার বাবা ফাগু মাড্ডি কুলতোড় সংলগ্ন একটি ক্যানেলে স্নান করতে নেমেছিলেন। কিন্তু পা পিছলে তিনি জলে তলিয়ে যান। আমাকে বৈকালে খবর দেওয়া হয়। আমি এবং গ্রামের সমস্ত ছেলেরা খোঁজাখুঁজি শুরু করি। এমনকী মাছ ধরার জাল দিয়েও খোঁজ শুরু করি। কিন্তু আমার বাবার দেহ খুঁজে পাওয়া যাইনি। শেষ পর্যন্ত আজ ভোর সাড়ে ৬ টা সময় ক্যানেলের পাশে ভাসমান অবস্থায় দেহ দেখতে পাওয়া যায়। তারপর তাঁর দেহ দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ফাগু মাড্ডির মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

error: Content is protected !!