সোমবার বহরমপুর মুখ্য ডাকঘরের সুপারিনটেনডেন্ট প্রবাল বাগচি এই পার্সেল কাউন্টারের উদ্বোধন করেন। তিনি জানিয়েছেন, এতদিন ডাকঘরের বিভিন্ন কাউন্টারে অন্যান্য কাজের সঙ্গে পার্সেল বুকিং করা হত। তাতে পার্সেল বুক করতে আসা ব্যক্তিদের অনেক সময় ব্যয় হত। তাদের কথা মাথায় রেখে পার্সেল বুকিং এর জন্য স্পেশাল পার্সেল বুকিং কাউন্টার চালু করা হল। দিন দিন পার্সেল বুকিং এর সংখ্য অনেকটা বেড়ে চলেছে। তাই এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যারা প্রতিনিয়ত পার্সেল পাঠান তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিস টাইমে এই পার্সেল জমা নেওয়া হবে বা বুকিং করা হবে। এছাড়াও ট্যাকিং এর মাধ্যমে পার্শেলের অবস্থান জানা যাবে।