Skip to content
“স্বপ্ন উড়ান”

“স্বপ্ন উড়ান”

Reported by:- News Desk

ওম সস্তি ফিল্মস প্রযোজিত
আদিত্য দাস এর কাহিনী ও পরিচালনায় নির্মিত বাংলা টেলি ছবি “স্বপ্ন উড়ান ”
বর্তমান সময় জেনারেশন গ্যাপ একটা সমস্যা। জেনারেশন গ্যাপ আগেও ছিল,এখন আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে থাকবে।
বাবা মায়ের তাদের পূর্ণ না হওয়া স্বপ্ন চাপিয়ে দেয় তার সন্তানদের ওপর তার সন্তানরাও চাপায় তার সন্তানের ওপর এই ভাবেই চলে আসছে জেনারেশনে ধরে।
যদি বাবা-মায়েররা তার সন্তানের স্বপ্ন পূরণের বাধা না হয়ে দাঁড়িয়ে তার স্বপ্নের পথে সঠিক দিশা দেখায় তার সন্তানের ইচ্ছার পূর্ণ মর্যাদা দিয়ে তবে হয়তো আগামী দিনে এই জেনারেশন গ্যাপ শব্দের মানেটা অনেকটা পাল্টিয়ে যাবে আশা করা যায়।এই জেনারেশন গ্যাপ নিয়েই আমাদের গল্প স্বপ্ন উড়ান। অভিনয়ে মানিক সিংহ ,প্রিয়াংকা দে , নির্মাল্য বিশ্বাস , নবাগত অভিক , ,,, সুদীপ্তা বিজলী সুরাজ ও সুজয় পান্ডে
চিত্রনাট্য ও সংলাপ- আদিত্য দাস, সৃজনশীল পরিচালনায় সুদীপ নাগ ,,চিত্রগ্রহণ অমিত মুখার্জি, ,সম্পাদনায়- বিশাল বিশ্বাস,
রূপসজ্জা কেস বিন্যাসে- সুমিত মন্ডল ও সন্তু__ সঙ্গীত শিল্পী সোহেলী মুখার্জী, ,,
পোস্টার ডিজাইন অয়ন, ,,,
খুব শিগগিরই টেলি ছবিটি টেলিভিশনের পর্দায় মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!