স্বরুপপুর  ভৈরব নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া  বালিকার দেহ উদ্ধার

স্বরুপপুর ভৈরব নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বালিকার দেহ উদ্ধার

Reported By : Masud Rana
১৩ ই সেপ্টেম্বর, বুধবার, স্বরুপপুর ভৈরব নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বালিকার দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার স্বরুপপুর ভৈরব নদীতে । তলিয়ে যাওয়া বালিকার নাম আলফা নূর আনসারী। স্বরুপপুর নার্সারি স্কুলের ক্লাস টু এর ছাত্রী।তার বাড়ি সরুপপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে কয়েকজন মিলে ভৈরব নদীতে স্নান করতে যায় ,,স্নান করতে গিয়ে ভৈরব নদীতে তলিয়ে যায় ওই বালিকা । আজ সকালে তার দেহ উদ্ধার হয় স্বরুপপুর ঘাটে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ ,, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠায় হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওই বালিকার মৃত্যুতে কান্নায় ভেংগে পড়েছে গোটা পরিবার। শোকস্তব্ধ স্বরুপপুর বাসী।কিভাবে ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!