Reported By:-BINOY ROY
স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে রক্তদান শিবির ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের ত্রিচক্র যান বিতরণ কর্মসূচি। বুধবার বহরমপুরের গোরাবাজার শহীদ ক্ষুদিরাম পাঠাগারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করা হয়। এদিন স্বামীজীর ছবিতে মাল্যদান করেন ক্ষুদিরাম পাঠাগারের কর্মকর্তারা। এছাড়াও প্রতি বছরের ন্যায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের হাতে ত্রিচক্র যান তুলে দেওয়া হয়।