স্মরণ সভা

স্মরণ সভা

REPORTED BY:- তুষার কান্তি খাঁ

কমরেড ফজলুল হক, কমরেড অসিকুর রহমান, কমরেড বদরুদ্দোজা শেখ (সেন্টু) এর স্মরণসভা অনুষ্ঠিত হয়ে গেল রসুলপুরের cpi-m পার্টি অফিস কমরেড ফরিদ শেখ ভবনে। স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সিপিআই (এম) পাঁচগ্রাম এরিয়া কমিটি। বর্ষিয়ান কমরেড ফজলুল হক ছিলেন কৃষক নেতা, কমরেড অসিকুর রহমান যুবনেতা, কমরেড বদ্রুদ্দুজা শেখ ছিলেন কৃষক নেতা। এরা ছিলেন cpi-m পার্টি রএকনিষ্ঠ কর্মী ও পার্টি সদস্য। খুব সম্প্রতি তাদের মৃত্যু হয়। এলাকায় তাদের বেশ জনপ্রিয়তা ছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে ছিল এদিনের স্মরণ সভা। শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টি নেতা মুকুল মন্ডল, সৈয়দ নুরুল হাসান , সঞ্জীব পান্ডে, হাবিবুর রহমান, জুয়েল শেখ সহ আরো অনেকে। মৃতদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফজলুল হকের স্ত্রী জুমেলা বেওয়া, অশিকুর রহমানের স্ত্রী রুবিনা বিবি, পুত্র আল হিলাল শেখ, বদরুদ্দোজা এর পরিবারের আকলেমা বিবি। তাঁদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন আমির আলী।

Leave a Reply

error: Content is protected !!