হট পোজে ঘাম ঝরলো শাহরুখ কন্যা সুহানা

হট পোজে ঘাম ঝরলো শাহরুখ কন্যা সুহানা

Reported By:- News Desk

সুহানা খান (Suhana Khan)-এর কাছে ট্রোল হওয়া কোনো নতুন ঘটনা নয়। কখনও ত্বকের রঙের কারণে, কখনও ফিগারের কারণে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু এবার সুহানা ট্রোল হলেন তাঁর পোশাকের কারণে। ঘটনার সূত্রপাত হয়েছে একটি ভিডিওকে ঘিরে। বুধবার রাত থেকেই সেই ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
সুহানা খান (Suhana Khan)-এর কাছে ট্রোল হওয়া কোনো নতুন ঘটনা নয়। কখনও ত্বকের রঙের কারণে, কখনও ফিগারের কারণে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু এবার সুহানা ট্রোল হলেন তাঁর পোশাকের কারণে। ঘটনার সূত্রপাত হয়েছে একটি ভিডিওকে ঘিরে। বুধবার রাত থেকেই সেই ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামছেন সুহানা। তাঁর পরনে রয়েছে লাল রঙের গাউন। গাউনটির স্লিভ স্প্যাগেটি। স্লিভটি স্টোন স্টাডেড। ডিপ নেক গাউনের মাধ্যমে সুহানার ক্লিভেজ সামান্য উন্মুক্ত। হালকা মেকআপ করেছেন তিনি। কানে পরেছেন জাঙ্ক ইয়ারিং। চুলে বেঁধেছেন মেসি বান। পায়ে অল্প হিলের জুতো পরেছেন সুহানা। এই পোশাকের সাথে তিনি হাতে নিয়েছেন কালো রঙের ক্লাচ। তবে সুহানা গাড়ি থেকে নামার পর পোশাক ঠিক করতে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন। সুহানার ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে তাঁর ছবিও। এরপর থেকেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন তাঁকে।

Leave a Reply

error: Content is protected !!