হট পোশাকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে  নুসরাত

হট পোশাকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে নুসরাত

Reported By:- News Desk

ওপার বাংলার সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। টালিউড জুটি যশ-নুসরাতের প্রেমের কথা এখন প্রকাশ্যে। তাদের ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান রয়েছে। সাহসী ফটোশ্যুটে এই টালি নায়িকাকে টেক্কা দেওয়া বেশ কঠিন। আবেদনময়ী লুকে সোশ্যাল মিডিয়ায় হর-হামেশাই ঝড় তোলেন নুসরাত। খোলামেলা পোশাকে নিজের সেক্সি ফিগার মেলে ধরতে তার জুড়ি মেলা ভার। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওকে ঘিরে সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। ইনস্টাগ্রামে কালো রঙের ব্রা এবং ডেনিম জ্যাকেট পরে ভিডিও দেন নুসরাত। এই ভিডিওতে ডেনিম জ্যাকেটের সঙ্গে ম্যাচিং করে প্যান্ট পরেছেন নায়িকা।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘জেড়া নশা’ গান। নুসরাতের নেশাতুর চোখে ডুব দিয়েছেন বহু পুরুষ। তবে এই ভিডিও ঘিরে ট্রোলিংও কম হচ্ছে না। একজন লেখেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’।
অপর একজন লেখেন, ‘সংসদ ভবন তোমার জন্য ধসে যাচ্ছে, ছি’। কেউ আবার লেখেন, ‘সাংসদের নামে তুমি একটা কলঙ্ক’।শুধু পোশাক নিয়ে আক্রমণই নয়, বডি শেমিংর মুখেও পড়লেন নায়িকা। একজন লিখে বসেন, ‘শুকিয়ে গেছো তো। দড়ি হয়ে গেছো। একটু প্রোটিন খান, সঙ্গে আমিষ’। তবে সমালোচকদের কোনোদিনই পাত্তা দেন না বসিরহাটের তৃণমূল সাংসদ।

Leave a Reply

error: Content is protected !!