Reported By : Binay Roy
২২ শে মার্চ , বুধবার , বহরমপুর শহর লাগোয়া পাকুড়িয়া এলাকায় কে বা কারা বোমা মজুত করে রেখে গেছিল। বুধবার সেই বোমা হঠাৎই ফেটে যায়। বোমা ফাটার শব্দ শুনে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, পাকুড়িয়ায় একটি পাড়ার মধ্যে বাসিন্দাদের বাড়ির পাশে জঙ্গলে কতকগুলি বোমা রাখা ছিল। সেগুলি হঠাৎই ফেটে যায়। বিকট শব্দের সঙ্গে ধোঁয়া উড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। পরে বহরমপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।