ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর জামাল মন্ডল নামের বছর পঞ্চান্নর এক ব্যক্তি জুতো বিক্রি করে বাড়ি ফেরার পথে পাথরঘাটা এলাকায় হঠাৎই এক ব্যক্তি তার উপর চড়া হয়, হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে তাকে, স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। তবে কি কারণে এমন ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।