হরিহরপাড়ার নিশ্চিন্তপুর মাঠপাড়া এলাকায় ছাগল চরানোকে কেন্দ্র করে খুনের ঘটনার পরের দিন গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত অভিযুক্তর নাম বিশ্বনাথ মন্ডল। সোমবার ভোরে নিশ্চিন্তপুর এলাকা থেকে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ।
উল্লেখ্য গতকাল অর্থাৎ রবিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর মাঠপাড়া এলাকায় ছাগল চরাতে গিয়ে বিশ্বনাথ মন্ডলের জমির ফসল নষ্ট করে । আর তাতেই দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে সুবল মণ্ডল কে। সূত্র মারফত জানতে পারা যায় প্রতিদিনের মত মাঠে ছাগল চরাতে যায়। রবিবার ওই এলাকায় মাঠে ছাগল চরাতে গিয়েছিল সুবল মন্ডল। তার কিছুক্ষণ পরেই বিশ্বনাথ মন্ডলের জমিতে ছাগল গিয়ে ফসল নষ্ট করে। জমির ফসল নষ্ট করা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই সেই বচসা চরম শিখরে উঠলে বিশ্বনাথ মন্ডল লোহার রড নিয়ে এসে সুবল মণ্ডলকে বেধড়কভাবে পেটাতে থাকে। তারপরে ওই লোহার রডের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন জানতে পেরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। খুনের ঘটনায় রবিবার বিশ্বনাথ মন্ডল ও তার ছেলের নামে লিখিত অভিযোগ করে মৃতের পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে অভিযুক্ত বিশ্বনাথ মন্ডল কে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার বিচারকের কাছে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ।