শুক্রবার ঘটনাটি ঘটেছে তালতলাপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় একটি মারুতি ভ্যান একই পরিবারের তিন শিশু খেলা করছিল সেই সময় ছোট মারুতি চার চাকা গাড়িতে গেট খুলে খেলা করছিল সেই সময় কোন ক্রমে গেট বন্ধ হয়ে যায় তারপর শ্বাস কষ্ট হয়ে মৃত্যু হল দু জনের আশঙ্কাজনক অবস্থায় একজনকে রেফার করা হয়েছে বহরমপুরে।
মৃত শিশুদের নাম ইসমাইল শেখ(৬) ইসরাইল শেখ (৫)
