REPORTED BY:- BINOY ROY
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নার্সারি স্কুলের ছাত্রের। শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথেই স্কুলের সামনে মাঠে খেলা করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম ওবায়দুল শেখ বয়স সাত বছর । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার অন্তর্গত মহিষমারা হাই স্কুল মাঠে। এলাকাবাসীর ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাফিয়া রাজ এর সঙ্গে হাত মিলিয়ে পুলিশ মাটিকাটা নিয়ে তোলাবাজি করছে। কানে হেড ফোন নিয়ে ট্রাক্টর চালকরা গাড়ি চালান। আর বেপরোয়া গাড়ি চালানো জেরেই এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। এলাকাবাসীর ক্ষোভের জেরে হরিহরপাড়া থানার থেকে পড়ে বিশাল পুলিশবাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিহরপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।