Skip to content
হরিহরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৩ টোটো যাত্রী

হরিহরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৩ টোটো যাত্রী

Reported By:- Binoy Roy

হরিহরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৩ টোটো যাত্রী । ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গাড়ি নামা মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর টোটো বোঝাই যাত্রী নিয়ে হরিহরপাড়া দিকে যাচ্ছিল এমতাবস্থায় হরিহরপাড়ার গাড়ি নামা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটো তে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই ব্যক্তির অবস্থা অবনতির দিকে বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়ি দুটি কে উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!