Reported By : News Desk
১৬ ই ডিসেম্বর, শুক্রবার, হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। আর আহত হয় আরও একজন। জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। রাস্তায় পেছন থেকে একটি বাইক তাদের সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় পিয়ারুল মন্ডল নামে এক ব্যক্তির। আর আহত ব্যক্তিকে স্থানীয় মানুষজনের হস্তক্ষেপে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সেখান থেকে মফিজুল বিশ্বাস নামে ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর মৃত পিয়ারুল মন্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে। ওই দুর্ঘটনার পর ঘাতক বাইক চালক পলাতক বলে জানা যায়। এরপর ঘটনার তদন্ত শুরু করে হরিহরপাড়া থানার পুলিশ।