Skip to content
হাঁসুয়ার কোপে জাহিদুল মন্ডল নামের এক ব্যক্তি  জখম

হাঁসুয়ার কোপে জাহিদুল মন্ডল নামের এক ব্যক্তি জখম

Reported By:- Masud Rana

 

মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী চামটেপাড়া মোল্লাপাড়া এলাকায় হাঁসুয়ার কোপে জাহিদুল মন্ডল নামের এক ব্যক্তি
জখম। গালাগালির প্রতিবাদ করায় তাকে তাকে এলোপাথাড়ি কোপানো হয়েছে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাহিদুল মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরে মু্র্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারুল মন্ডল নামের এক ব্যক্তি সরিষার জমির পাশে বসেছিল। তারপর সে গালাগালি করছিল বলে জানা গেছে। জাহিদুল মন্ডল সেই গালাগালির প্রতিবাদ করায় তাকে হঠাৎই হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। যার ফলে তার হাতের তিনটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়। এছাড়াও মাথায় ,পিঠ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তার বাড়ি ফরাজিপাড়া দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। সে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসেছিল। তারপর পাশের মাঠের জমিতে বেড়াতে গিয়েছিল। সেখানেই সে আক্রান্ত হয়। অভিযুক্ত ইয়ারুল মন্ডলের সঙ্গে কোন ঝামেলা ছিল না জাহিদুল মন্ডলের। তবুও তাকে সামান্য গালাগালির প্রতিবাদ করায় তাকে হাসুয়া দিয়ে কোপানো হয়। অভিযুক্ত ইয়ারুল সেখ ওরফে ভকু-কে গ্রেফতার করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন।‌ ঘটনার পর ঘটনাস্থলে আসে ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন সহ সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কিভাবে ঘটনা ঘঠল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রসাশন। সুত্র মারফত জানা যায়, অভিযুক্ত ইয়ারুল মন্ডল এর আগেও একবার একজনকে হাসুয়া দিয়ে কোপ মেরেছিল। জেলেও ছিল সে। সে নেশা করে পাড়াতে সব সময় হাসুয়া নিয়ে ঘোরাঘুরি করে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এখন স্থানীয় বাসিন্দারাও তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর অভিযুক্তের স্ত্রী মুর্শিদা বিবি বলেন,আমার স্বামী মাঝে মধ্যেই ঝামেলা করে। সে নেশাগ্রস্ত। বাড়িতেও আমার সঙ্গে ঝামেলা করে। আমরা ভয়ে ভয়ে থাকি। আমিও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Leave a Reply

error: Content is protected !!