Reported By : Binay Roy
৭ ই এপ্রিল , শুক্রবার, মুর্শিদাবাদের রানীনগর এলাকায় হাঁসুয়ার কোপ মেরে এক ব্যক্তির হাত কেটে ফেলল অপর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার নিকটবর্তী একটি মাঠে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান নামের এক ব্যক্তি নিজের জমিতে পাট বুঝেছিলেন। সেই সময় নাজমুল (হক) নামের এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় হাঁসুয়া নিয়ে মাঠে যাচ্ছিল। তখনই নাজমুল (হক) নেশাগ্রস্ত অবস্থায় হঠাতই মতিউর রহমানের হাতে হাঁসুয়ার কোপ মারে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর মতিউর রহমানের বাম হাতের কব্জি কেটে মাটিতে পড়ে যায়। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে যায় রানীনগর থানার পুলিশ প্রসাশন। এরপর পুলিশ পাটের জমিতে পড়ে থাকা কাটা হাত থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ প্রসাশন।