Reported By : Masud Rana
১৮ ই জুন, রবিবার, মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় হাইকোর্টের নির্দেশে চারটি বাড়ি ভেঙ্গে উচ্ছেদ করা হল। রবিবার সকাল সকাল মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় পৌছায় ডেপুটি ম্যাজিষ্ট্রেট সহ এসডিপিও, আইসি সহ ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। তারপরেই বাড়ির জিনিসপত্র সরিয়ে চারটি বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়। বাড়ির সামনের দিকে ছিল দোকানঘর। সেই দোকানঘরের জিনসপত্র সরিয়ে দিয়েই হয় ভাঙ্গার কাজ। বাবু সর্দার, মুস্তফা সর্দার, মোশারফ সর্দার সহ একামন বেওয়ার বাড়ি ভাঙ্গা হয়। আর এতেই কান্নায় ভেঙ্গে পড়ে চার পরিবারের সদস্যরা।
জানাগেছে, ডোমকলের মধুরকুল এলাকায় বিবেকানন্দ দাস নামের এক ব্যাক্তির জমি ছিল বাগডাঙ্গা এলাকায়। সেই জমির সামনেই ঘর ছিল এই চার পরিবারের। সেখান থেকে জমি মালিক তাদের অন্যত্র চলে যেতে বললেও তারা যাননি। ফলে পরবর্তীতে 2018 সালে ঐ 83 শতক জমি ঐ এলাকারিই চার ব্যাক্তি নজরুল সর্দার, কাদের সর্দার, হাইদার সর্দার এবং জলিল সর্দারের কাছে বিক্রি করে। তারপরে ঐ জমির উপরে কেস করা হয় 2019 সালে। সেই মতো 2021 সালের 28 ই জুন অবৈধ ভাবে নির্মান করা বাড়ি ভাঙ্গার নির্দেশ আসে। তখন তাদের 15 দিন সময় দিয়ে ফিরে যান। তারপর অবৈধভাবে নির্মান করে বসবাস কারীরা কলকাতা LRTT কোর্টে কেস করে। কিন্তু সেখানেও রিজেক্ট হয়। ঐ কেস উঠে ডিভিশন বেঞ্চে। সেখান থেকে আগামী 21 তারিখের মধ্যে জাইগা খালির নির্দেশ আসে। ফলে উচ্ছেদ বাচাতে গেলে তাদের কেস যায় বিপক্ষে। সেই মতো রবিবার সকাল থেকে জেসিবির দ্বারা শুরু হয় চারটি বাড়ি ভেঙ্গে উচ্ছেদের কাজ। উপস্থিত ছিলেন, ডোমকল ডেপুটি ম্যাজিষ্ট্রেট, ডোমকল এসডিপিও, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
যদিও হাই কোর্টের কোনো নোটিশ পাননি বলে দাবি করেন ঐ চার পরিবারের সদস্যরা। তারা এখন থাকবে কোথায় সে নিয়েও প্রশ্ন তুলেছেন।