Skip to content
হাইকোর্টের নির্দেশে জীবন্তি এলাকায় ভাঙা হল অবৈধ নির্মাণ

হাইকোর্টের নির্দেশে জীবন্তি এলাকায় ভাঙা হল অবৈধ নির্মাণ

Reported By : Masud Rana
২৪ শে জুলাই, সোমবার, ভরতপুর বড়ঞার পর এবার মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তি এলাকায় ভাঙা হলো অবৈধ নির্মাণ । পুর্ত দপ্তরের জায়গায় তৈরি হয়েছিল 9টি দোকান ঘড় । হাইকোর্টের নির্দেশে সোমবার সকাল থেকে শুরু হল সেই দোকান ঘড় ভাঙার কাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

error: Content is protected !!