Reported By : Binay Roy
৯ ই অক্টোবর, সোমবার, হাই কোর্টের নির্দেশে অবশেষে আজ সোমবার রানীনগর -২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। কোন গন্ডগোল যাতে না হয় তার জন্য আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রানীনগর থানার বাবুলতলী সহ অন্যান্য এলাকায় রাজ্য সড়কের ওপর নাকা চেকিং করে পুলিশ। পাশাপাশি পঞ্চায়েত সমিতির আশেপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রানীনগর -২ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আলীর নেতৃত্বে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা পঞ্চায়েত সমিতির অফিসে প্রবেশ করেছে। পাশাপাশি বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে তৃণমূলের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে অংশগ্রহণ করার জন্য প্রবেশ করেছে। দুই পক্ষই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগেও একাধিকবার স্থায়ী সমিতি গঠনের তারিখ পিছিয়ে যায়। অবশেষে আজ কোলকাতা হাই কোর্টের নির্দেশে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া চলছে। কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী উর্মিলা খাতুনকে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাকে নিয়ে দড়ি টানাটানি দেখেছে রানীনগরবাসী। তিনিও তৃণমূলের দলের সঙ্গে প্রবেশ করেছেন। কারা স্থায়ী সমিতি গঠন করছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এলাকায় কৌতুহল রয়েছে।