Reported By : অভিজিৎ হাজরা
২ রা সেপ্টেম্বর, শনিবার, হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকায় ক্রিয়াযোগ মন্দির স্হাপন ও চর্চা কেন্দ্রের উদ্বোধন হলো রাখী মাসিক পত্রিকা ' মনিকর্ণী আখ্যান ' এর আয়োজনে।' মণিকর্ণী আখ্যান ' এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্খী সুভঙ্কর মুখার্জী বলেন,' যোগী সত্যম জী - র ক্রীড়াযোগ চর্চা যে করে চলেছেন তা ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আমরা আমাদের সাধ্যমতো প্রচার ও প্রসার ঘটাতে ব্রতি হয়েছি।